সিংড়া পৌরসভার শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিংড়া পৌরসভার শতাধিক কর্মকর্তা কর্মচারী।
আজ সোমবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
সিংড়া পৌরসভা এসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার সচিব আব্দুল মতিন প্রমূখ।
বক্তারা বলেন, সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত রাষ্ট্রের নাগরিকদের শতভাগ সেবা প্রদান করে আসছি, অথচ আমরা বেতন পাই না। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পারি না। তাদের নিয়ে মানবেতর জীবন যাপন করা হচ্ছে বলে তারা দুংখ প্রকাশ করেন।