প্রকাশিত : ১ জুলাই, ২০১৯ ২০:২৯

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছেন। তিনি আরও বলেন মানুষকে বেঁচে থাকার প্রয়োজনেই বেশী বেশী গাছ লাগাতে হবে। একমাত্র গাছই পারে প্রকৃতিকে আমাদের উপযোগী করতে। বাংলাদেশ দ্রুত উন্নতি করছে। পরিবেশ ঠিক রেখে শিল্পায়ন করতে হবে। তিনি বলেন টিএমএসএস সাধারণ মানুষের জন্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এ দেশের হাজার হাজার নারীর ভাগ্য উন্নয়নে তারা কাজ করছে।আজ সোমবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মম ইন বিনোদন পার্কে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠানে বৃক্ষ রোপনের গুরুত্ব বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী পার্কে একটি চারা গাছ রোপন করে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন। মন্ত্রীর সঙ্গে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীও বিভিন্ন জাতের চারা গাছ রোপন করেন। টিএমএসএস ট্রি ডিপোজিট স্কিম (টিডিএস) প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন,বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার),পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়,বগুড়ার পরিচালক (উপ-সচিব) মোঃ আশরাফুজ্জামান,বিভাগীয় বন কর্মকর্তা,সামাজিক বন বিভাগ,বগুড়া মুহাম্মদ সুবেদার ইসলাম, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমূখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি,এম আলী হায়দার,টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালক মোঃ খোরশেদ আলম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক মোঃ আব্দুস সালাম। সার্বিক সহযোগীতা করেন টিএমএসএস কৃষি ও বনায়ন বিভাগ প্রধান মোঃ ফুয়াদ হোসেন

উপরে