প্রকাশিত : ১ জুলাই, ২০১৯ ২০:৫৭

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ বন্ধু স্কুল ছাত্র নিহত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ বন্ধু স্কুল ছাত্র নিহত

দিনাজপুরের বীরগঞ্জে বালুর ট্রালীর চাপায় ২ বন্ধু স্কুল ছাত্র নিহত হয়েছে।বীরগঞ্জ উপজেলার পাল্টাপুরের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ২বন্ধু ১জুলাই (সোমবার) বেলা ১২টার দিকে বীরগঞ্জ হতে মোটরসাইকেলে বাড়ী ফিরার পথে ভোগডমা এলাকার বেলতলী বাজার সংলগ্ন স্থানে বিপরিত দিক জয়ন্তিয়া ঘাট হতে আসা বালুর ট্রালীর সাথে মুখোমুখি সংঘর্স হলে ঘটনাস্থলেই ২বন্ধু স্কুল ছাত্র নিহত হয়।নিহত ২ বন্ধু পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গ্রামের আব্দুল লতিফের পুত্র মারুফ (১৭) ও পাল্টাপুর মাদ্রাসামোড় এলাকার আনোয়ারুলের পুত্র রানা (১৭)।

এ ঘটনায় এলাকাবাসী তাদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপালে নিয়ে যায় এবং বালুর ট্রালীটি আটক করে রাস্তা অবরোধ করে। বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়োন্ত্রনে আনে।সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক গোবিন্দ বাবু জানায়, নিহত ২ জনেই আমাদের বিদ্যালয়ের ১০শ শ্রেনীর ছাত্র, আজ বিকালে তাদের গনিত পরিা ছিলো দূর্ঘটনার সংবাদ পেয়ে তা বাতিল করে পরবর্তিতে নেওয়া হবে।

উপরে