প্রকাশিত : ১ জুলাই, ২০১৯ ২১:১৬

বগুড়া সদরের আশোকোলায় একতা পরিবারের ৫৬ তম মাসিক সভা

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সদরের আশোকোলায় একতা পরিবারের ৫৬ তম মাসিক সভা

সোমবার সকাল সাড়ে ৭ টায়  বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা পূর্ব পাড়া গ্রামে একতা পরিবারের ৫৬ তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।একতা পরিবারের সদস্য আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বগুড়া জেলা আটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আইনুল হক তরপদার পাইলট।তিনি বলেন, সবাই মিলে ঔক্য বদ্ধ থেকে অনেক সময় বিপদ আপদ থেকে রা পাওয়া যাবে।পড়া  লেখা নৈতিকতা চরিত্র গঠন,ভাল মানুষ হিসেবে গড়ার েেত্র একতা পরিবার ভাল ভুমিকা পালন করতে পারবে।

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশজন মিলে যে কাজ করা যায় তা সহজ হয়। আর  সে কাজ যদি একা  করার চেষ্টা করা হয় তা খুবই কঠিন হয়। এজন্য সবাইকে মিলে মিশে থাকতে হবে।  সকল ছাত্রছাত্রীদের  উচিৎ ভালভাবে লেখাপড়া করা, লেখাপড়ার পাশাপাশি নিজেদের নৈতিক চরিত্র গঠন করে ভাল মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সবুজ, কার্ষকারী নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, দিল মোহাম্মদ,লিখন খলিফা।এ সময় উপস্থিত ছিলেন, একতা পরিবারের সাধারণ সম্পাদক খোকন, কোষাধ্যক্ষ বিনা বেগম,সহ প্রচার সম্পাদক ইরফান আলী, একতা পরিবারের সদস্য আজিজুল হক, রিয়া বেগম সহ সকল একতা পরিবারের সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন একতা পরিবারের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম (আকাশ)।

উপরে