৩৫ দিনেও উদ্ধার হয়নি ধুনটের অপহৃত স্কুল ছাত্রী!
বগুড়া ধুনটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরন করেছে জাফর আলী (২০) নামে এক বখাটে যুবক। এদিকে আপহরনের ৩৫ অতিবাহিত হলেও ওই ছাত্রী এখনও উদ্ধার না হওয়ায় তার পরিবার হতাশাগ্রস্থ হয়ে পরেছে। জানাগেছে, ধুনট উপজেলার কান্তনগর গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে কান্তনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে পার্শ্ববর্তী রামনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাফর আলী ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উক্ত্যাক্ত করে আসছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক বার শালিশ বৈঠক ও ধুনট থানায় জিডি হলেও বখাটে জাফর আলীর উত্ত্যাক্তের মাত্রা আরো বেড়ে যায়।
এঅবস্থায় গত ২৬ মে ওই ছাত্রীর বাড়ীতে কেউ না থাকায় সুবাদে জাফর ওই ছাত্রীকে জোরপূর্বক আপহরন করে নিয়ে যায়। এঘটনায় ২৮ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে জাফর আলী সহ তিন জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ছাত্রীর বাবা বলেন, ৩৫ দিন অতিবাহিত হলেও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমি জানতে পেরেছি আমার মেয়েকে রংপুরের কোন এক স্থানে জাফরের বড় ভাইয়ের জিম্মায় জোরপূর্বক আটক রেখেছে। এবিষয়ে আমি সকল আইন শৃঙ্খলা বাহিনির সহযোগিতা কামনা করছি। এদিকে ধুনট থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইসমাইল হোসেন জানান, ২৯ জুন ২০১৯ খ্রিঃ রাত্রি সারে নয়টায় বাদির টাইপকৃত এজাহার প্রাপ্ত হইয়া মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছি। আসামি ধরতে অভিযান আব্যাহত আছে।

ষ্টাফ রিপোর্টার