পোরশা সীমান্ত থেকে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ
নওগাঁর পোরশা সীমান্ত থেকে সাদ্দাম আলী(৩০) নামের এক বাংলাদেশী গরু রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ। সাদ্দাম আলী উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কুমাপুকুর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে সীমান্তের আরএস/২৩১নং পিলার দিয়ে একদল বাংলাদেশী রাখাল গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ক্যাদারী পাড়া ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা জানতে পেরে তাদের ধাওয়া করলে সকলে পালিয়ে আসতে পারলেও ধাওয়া খেয়ে বিএসএফ’র হাতে আটক হয় সাদ্দাম আলী।
এ ব্যাপারে নিতপুর বিজিবি ক্যাম্পের দায়িত্বরত সুবেদারের নিজের নাম গোপন রাখার সর্তে সাদ্দামকে আটকের কথা স্বীকার করে বলেন আমরা তাকে ফেরতের জন্য চিঠি দিয়েছিলেন কিন্তু বিএসএফ তাকে ফেরত দিবে না সাফ জানিয়েছেন। বিএসএফ তাকে ভারতের স্থানীয় থানায় সোপর্দ করবেন বলেও তিনি জানান।