রথযাত্রা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বগুড়ায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের সভা
বৃহস্পতিবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি প্রধান উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশের ন্যায় বগুড়াতেও হাজারো ভক্তবৃন্দের পদচারণায় পালিত হবে এই উৎসব। রথযাত্রা নির্বিঘ্নে পালন এবং সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ইসকন এর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে সভায় প্রতিবছরের ন্যায় সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করতে পুুলিশের পক্ষে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, জেলা পুলিশের ডিআইও-১ শাজাহান আলী, জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আছলাম আলী পিপিএম এবং ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল আলম খান রেজা। এছাড়াও পূজা উদযাপন পরিষদের পক্ষে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, কমিটির সাবেক সভাপতি অমৃত লাল সাহা, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়। মূল রথযাত্রা অনুষ্ঠানের আয়োজনে থাকা বগুড়া ইসকনের পক্ষে অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীর বিভিন্ন পরামর্শ এবং দাবির প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারস থেকে প্রেরিত এবং জেলা পুলিশের পক্ষে মোট ২২ টি নির্দেশনা প্রদান করা হয়। ভক্তবৃন্দ থেকে শুরু করে ঐ দিন সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে জেলা পুলিশের দেয়া উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো: সন্ধ্যার আগে রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করা, মন্দির প্রাঙ্গণ এবং রথযাত্রায় কাধে বা হাতে কোন ব্যাগ বহন না করা, পুলিশ সদস্যদের পাশাপাশি পর্যাপ্ত সেচ্ছাসেবীর ব্যবস্থা করা, ধর্মীয় অনুশাসন মেনে আযানের সময় মাইক বন্ধ রাখা, সুশৃঙ্খলভাবে সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু এবং শেষ করা। সেই সাথে সকলকে সাথে নিয়ে প্রতি বছরের ন্যায় সুষ্ঠুভাবে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় উক্ত সভায়। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া রথযাত্রা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূূঞা বিপিএম (বার) বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি উৎসব বাঙালির উৎসবে পরিণত হয়। প্রতি বছরের ন্যায় এবারেও বগুড়ায় রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বিধান করা হয়েছে। পোষাকে ও সাদা পোষাকে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এবং সকল ধরণের প্রতিবন্ধকতাকে মোকাবেলা করার জন্য শতভাগ প্রস্তুত আছে বলে জানান জেলা পুলিশের এই কর্ণধার।