প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ২১:৩৫

বগুড়ায় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বগুড়া সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির একটি টিম শহরের ফুলবাড়ী উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো বড়গোলা টিনপট্টি এলাকার  পরাণ ঘোষের ছেলে পিন্টু পলাশ (৪০), শিবগঞ্জের চক জিনাহার গ্রামের আছির উদ্দীনের ছেলে জাকির উদ্দীন (৩০) ও ফুলবাড়ী দক্ষিণ হাজিপাড়ার মোহাম্মাদ বারিকের ছেলে ফরিদ খান (২২)। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।

আটকের পর তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা ঋজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে শুরু হওয়া বিশেষ মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে জেলায় শতভাগ মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান চলমান থাকবে। ছোট-বড় কেউ শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রেহাই পাবেনা বলে আবারও হুশিয়ারি দেন এই কর্মকর্তা।

উপরে