আশুলিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে ভবন ধসে শিশু নিহত
সাভারের আশুলিয়ায় একতলা একটি ভবন ধসে তার নিচে চাপা পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় আকবর হোসেনের মালিকানাধীন ভবনটি ধসে পড়ে। নিহত তাহসিন হাসান মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে কাঠগড়া এলাকায় একটি একতলা ভবন ধসে তাহসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটির মালিক আকবর হোসেনের স্বজন মৌসুমি (২২) ও মিম (৪) ছাড়াও আবুল কালাম ও দিপু নামে আরও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের জোনাল কমান্ডার আনোয়ারুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে। পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘গ্যাস লাইনের চুলার চাবি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও দুর্বল অবকাঠামোর কারণে ভবনটি ধসে পড়ে। ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে।’