প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ২০:৩৮

পাঁচবিবিতে লটারীতে কৃষকের ধান ক্রয়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবিতে লটারীতে কৃষকের ধান ক্রয়

পাঁচবিবি খাদ্য গুদামে সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের নিকট থেকে চলতি বছরের বোরো ধান ক্রয়ের লটারির মাধ্যমে কৃষক নির্ধারন করা হচ্ছে। মঙ্গলবার বাগজানা ইউনিয়ন পরিষদের হলরুমে কৃষকদের উপস্থিতিতে লটারির কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ রশিদ মিয়া, পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, প্যানেল চেয়ারম্যান কাউছার হোসেন, আরিফ হোসেন, ইউনিয়ন আঃলীগের সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রশিদ মিয়া বলেন, ৫৭৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষে প্রত্যেক কৃষকের নিকট থেকে ৫’শ কেজি ধান ক্রয় করা হবে। তিনি আরো বলেন, কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের নামের তালিকা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ১,১৪৮ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্ধারন করা হচ্ছে।

উপরে