প্রকাশিত : ৪ জুলাই, ২০১৯ ১৩:৪০

গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু। সোমবার  দুপুরে আলাই নদীতে এই ঘটনাটি ঘটে।
 
জানা যায়, শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত শিশুটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শ্রীবাস চন্দ্রের পুত্র নবীন চন্দ্র( ৮)।
 
স্থানীয়রা বলেন, কয়েক দিন আগে জেলার ফুলছড়ি উপজেলার বালুচর গ্রামের শ্রীবাস চন্দ্রের পুত্র নবীণ চন্দ্র তার নানা হরেন মাঝীর বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে বেড়াতে আসে। 
 
ঘটনার দিন দুপুরে অন্যান্য শিশুদের সাথে পাশর্^বর্তী আলাই নদীতে গোসল করতে গেলে সকলের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের জন্য নদীর পানিতে অনুসন্ধান করতে থাকে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। 
 
ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর পরই গ্রামবাসীরা নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপরে