প্রকাশিত : ৪ জুলাই, ২০১৯ ১৭:৫০

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের প্রায় পৌনে ৯ কোটির বাজেট ঘোষণা

শেরপুর (বগুড়) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের প্রায় পৌনে ৯ কোটির বাজেট ঘোষণা

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থবছরের ৮ কোটি ৬৪ লাখ ২৯হাজার ১৬০টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (০৪জুন) বিকেলে ওই পরিষদের সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ২কোটি ৫৫লাখ ৩হাজার ২২০টাকা ও অন্যান্য খাত থেকে উক্ত পরিমাণ টাকা আয় ধরা হয়েছে। এরমধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭কোটি ৮৫লাখ ৬৬হাজার ১৮০টাকা এবং মোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৭৮লাখ ৬২হাজার ৯৮০টাকা টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আমির হামজা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। যাতে করে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারেন। আত্মসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উপরে