শেরপুরে ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ করলেন এমপি হাবিবর রহমান
বগুড়ার শেরপুরে জাতীয় সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন মসজিদ-মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (০৪জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হোসেন শামীম, প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনানি সার্জন ডা. মো. রায়হান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামিম ইফতেখার শামিম, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল হক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হাবিবর রহমানের ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন জানান, বিগত ২০১৮-১৯ অর্থবছরের সাংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দিরে ২লাখ ৪৭হাজার টাকা বিতরণ হয়েছে।