পোরশায় বিষপানে আদিবাসী যুবকের আত্মহত্যা
নওগাঁর পোরশায় জামিল(৩২) নামের এক আদিবাসী যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। সে মর্শিদপুর ইউনিয়নের শরিয়ালা কুষ্টিপুকুর আদিবাসী পাড়্রা উলিনের ছেলে। জানা গেছে, আজ শনিবার সকালে বাড়ির সকলের অজান্তে জামিল বিষপান করে এবং এর কিছুক্ষন পরই সে মারা যায়। জামিলের আত্মহত্যার কারন জানা যায়নি।এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ,পোরশা,আত্মহত্যা
১৪ মে, ২০১৯
১৭ মে, ২০১৯
১৯ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি