প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ২০:৩১

সাপাহারে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

নওগাঁর সাপাহারে থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন’র  সাথে সাপাহার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই নিউটন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপাহার প্রেস ক্লাবের সভাপতি ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক ,সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশনের সাপাহার সংবাদদাতা গোলাপ খন্দকার,সাংগঠনিক সম্পাদক চাঁদনী বাজার প্রত্রিকার প্রতিনিধি শরিফ তালুকদার,কোষাধ্যক্ষ দৈনিক  খোলা কাগজ ও ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি প্রদীপ সাহা,আব্দুর রহিম(নবচেতনা),কামরুল ইসলাম(খবরপত্র),মফিজ উদ্দীন(সোনারদেশ),আবুল হোসেন(দৈনিক প্রত্যাশা প্রতিদিন),নিলুফা ইয়াসমিন কণা প্রমুখ।

সভায় অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সাংবাদিকদের কাজ অপরাধ তুলে ধরা। আর পুলিশের কাজ অপরাধ নির্মুল করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যতদিন সাপাহার উপজেলায় থাকব ততোদিন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস ইভটিজিং, মাদক নির্মূলে কাজ করে যাব।

উপরে