প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ১২:১৯

রিকশা বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
রিকশা বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালক ও শ্রমিকরা।

আজ সোমবার সকাল থেকেই রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন রিকশা চালক ও শ্রমিকরা।

রিকশাচালকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা।

রিকশাচালকদের রাস্তা থেকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এসআই নজরুল।

প্রধান সড়কে রিকশা চলাচলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

উপরে