প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ১৩:১৪

এসডিজি একশন প্লান বাস্তবায়নে সিএসডিপি প্রকল্পের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার
এসডিজি একশন প্লান বাস্তবায়নে সিএসডিপি প্রকল্পের মতবিনিময় সভা

বগুড়ায় আইকন সোসাইটির সহযোগিতায় এসডিজি একশন প্লান বাস্তবায়নে সিএসডিপি প্রকল্প শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বিকাল ৫ টায় শহরের বউ বাজার এলাকায় নিজ কার্যালয়ে টি এম লাইজুর সভাপতিত্তে এ সভায় প্রধান অতিথি ছিলেন ৪২ বগুড়া-৭ আসন এর মাননীয় এমপি মহাদয় মোঃ রেজাউল করিম বাবলু।

উক্ত সভায় মাননীয় নবএমপি মহাদয়কে ফুল এবং ক্রেস্ট দিয়ে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ৪২বগুড়া-৭ আসনের পিএ মোঃ রেজা, আলোকিত বগুড়া এর অ্যাড ফেরদৌসি আক্তার রুনা, আতাউর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগ এর নজরুল ইসলাম, মজনু, প্রভাষক তাপস কুমার সহ বগুড়ার সকল এনজিও এর চেয়ারম্যান ও কর্মীবৃন্দ।

উপরে