কাহালুতে সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত
সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপজেলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপজেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি প্রমূখ। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও প্রতিনিধিবৃন্দ।