প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ২১:২০

শাজাহানপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

বগুড়া শাজাহানপুর ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্র সহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ৮ জুলাই জানাযায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের শাখাটিয়া ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি হাঁসুয়া, একটি করাত, তিনটি পাটের রশি,  একটি মোটা লাইলনের রশি উদ্ধার ও রেজিস্ট্রেশন বিহীন একটি  সিএনজি চালিত থ্রী-হুইলার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মমিন শাহ (২৫), মশিউর রহমান মাসুম (৩৮), দেলোয়ার হোসেন (২৫), শফিকুল ইসলাম(২৮), মশিউর রহমান (৪২), শহিদুল ইসলাস(৩৪) ও রজব আলী (৪৪)। আটককৃতরা সকলেই বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা।শাজাহানপুর থানার ওসি মোঃ আজিম উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে শাখাটিয়া  ব্রীজ এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়েছে। এর আগে ওই স্থানে একাধিকবার ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের হেফাজতে থাকা  দেশী অস্ত্র উদ্ধার ও একটি সিএনজি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা  হয়েছে।

উপরে