পঞ্চগড়ে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে পঞ্চগড়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখার সহযোগিতায় ঔষধ প্রাশাসন ঠাকুরগাঁও’র এই আলোচনাসভার আয়োজন করে। পঞ্চগড় বাজারের বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যালয়ে আলোচনা সভায় নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ চেনাসহ বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ঔষধ প্রশাসন ঠাকুরগাঁও’র তত্ত্বাবধায়ক শরিফুর ইসলাম মোল্লা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোবাশে^র হোসেন। এ সময় বক্তারা নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।

পঞ্চগড় প্রতিনিধি