বগুড়ায় ডিবির অভিযানে ২’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সোমবার রাতে সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ নিশিন্দারা এলাকার মৃত: আব্দুল ফকিরের ছেলে রতন ফকির (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবির এসআই নুরুজ্জামান এর নেতৃত্বে সোমবার রাতে ইয়াবা নিজের হেফাজতে রেখে বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালালে পলায়নরত অবস্থায় আসামী রতন ফকিরকে গ্রেফতার করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করলে তার প্যান্টের পকেট হতে ঘটনাস্থল থেকেই প্যাকেটে মোড়ানো অবস্থায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় মর্মে এজাহার সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম জানান, আসামী রতন ফকিরের বিরুদ্ধে ইতিমধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা ঋজু করা হয়েছে। সেই সাথে শতভাগ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।