প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১৩:৪৯

জয়পুরহাটে ৫০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ৫০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভাদশা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার দাদরা জন্তিগ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা, লিয়াকত আলীর ছেলে এজাজুল হোসেন ও ভাদশা জলিলপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আবু সাইদ।

জয়পুুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা বাজারে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এই ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ইয়াবার সিজার মুল্য ১ লাখ ২৫ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

উপরে