প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১৪:০১

সাপাহারে নারী পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে নারী পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নওগাাঁর সাপাহারে বাল্যবিবাহ নিরোধ আইন’২০১৭ ও পারিবারিক সহিংসতা(প্রতিরোধ ও সুরক্ষা) আইন’২০১০ বিষয়ে পোরশা ও সাপাহার থানার নারী পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইটস প্রজেক্ট সি এস এলায়েন্স এবং নেটজ্ বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পোরশা ও সাপাহার থানার নারী পুলিশদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক এবং বাল্যবিবাহ নিরোধ আইন’২০১৭ ও পারিবারিক সহিংসতা(প্রতিরোধ ও সুরক্ষা) আইন’২০১০ বিষয়ে ওরিয়েন্টেশন সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই নিউটন,সমাজসেবা কর্মকর্তা কাজী মো: আবুল মন্ছুর, আকরামুল হক প্রধান নির্বাহী কর্মকর্তা ডাসকো ফাউন্ডেশন,মাহাবুবর রহমান কো-অর্ডিনেটর ডাসকো ফাউন্ডেশন,সারা খাতুন ম্যানেজার নেটজ্ বাংলাদেশ, নেহরীন ফাতেমা নেটজ্ বাংলাদেশ,টেইনার ও এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, ফিল্ড সুপার ভাইজার ডাসকো ফাউন্ডেশন প্রকল্প ভানু রায়,সাংবাদিক প্রদীপ সাহা প্রমূখ।

উপরে