বগুড়ার শেরপুরে নকল নবিশদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এক্সটা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের সদস্যরা।আজ বুধবার (১০জুলাই) দুপুরে সংগঠনের জেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মঞ্জুরী বেগমের নেতৃত্বে শেরপুর সাবরেজিষ্টারের কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। ‘এক দফা এক দাবি মেনে নাও, মেহনতি শ্রমিকের পরাজয় নাই’-এমন নানা শ্লোগান নিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিলটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাবরেজিষ্টার কার্যালয় প্রাঙনে অনুষ্ঠিত সমাবেশে নকল নবীশ এসোসিশেনের বগুড়া জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মঞ্জুরী বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, শেরপুর শাখার আহবায়ক হাসিনা মমতাজ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শফিকুল বারী, সদস্য সচিব খুকু স্যনাল, নকল নবীশ রেজাউল করিম, আব্দুল জলিল, নাসিমা খাতুন, ইয়াসমিন, সনাতন, সুফিয়া খাতুন, আঞ্জুয়ারা বেগম, নিলিমা খাতুন, হেলেনা খাতুন, পাপিয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অবিলম্বে এক্সটা মোহরার (নকল নবিশ) সদস্যদের চাকরি জাতীয়করণ ও তাদের বেতনভাতা সরকারি রাজস্বখাত থেকে দেয়ার দাবি জানান। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ারও ঘোষণা দেন বক্তারা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি