প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ২১:৫৫

ইমরান এইচ সরকারের গ্রামের বাড়িতে চুরি

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
ইমরান এইচ সরকারের গ্রামের বাড়িতে চুরি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারীতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে কোন একসময়ে ওই চুরির ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খবর পেয়ে রাজীবপুর থানার উপপরিদর্শক ( এস আই) সিদ্দিকুর রহমান ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এবিষয়ে জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন,  ঘরগুলোতে তালা দেওয়া ছিল না ঘরের আসবাবপত্রের বিভিন্ন ড্রয়ারে রাখা কাগজপত্র এলোমেলো করা অবস্থায় পাওয়া গেছে তবে কি কি চুরি হয়েছে নির্দিষ্ট করে তিনি বলতে পারেন নি ইমরান এইচ সরকারের বাবা মতিউর রহমান।

ইমরান এইচ সরকারের পিতা মতিউর রহমান বলেন, বাড়িতে আমরা ছাড়া কেউ থাকে না। গত রাতে মুশুলধারে বৃষ্টি হয়েছে আমরা স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিলাম, বৃষ্টি হওয়াতে কোন শব্দ টের পাইনি। সকালে উঠে দেখি ইমরানের রুম সহ পাঁচটি রুম খোলা চোরেরা ঘরের বিভিন্ন কাগজ পত্র এলোমেলো করেছে ইমরানের সার্টিফিকেট গুলো খুজে পাচ্ছিনা,জমির দলিল ছিল সেগুলোও নেই কয়েকটি নতুন কাপড় ও গয়না ছিল সেগুলোও নেই।

নিজ বাড়তি চুরির বিষয়ে জানতে চাইলে ঢাকায় অবস্থানরত ইমরান এইচ সরকার মুঠোফোনে সাংবাদিকদের বলেন,সকালে বাবার কাছে ফোনে এখবর পেয়েছি বাড়িতে আমার মূল্যবান অনেক কাগজপত্র ও সার্টিফেকেট ছিল সেগুলো নাকি পাওয়া যাচ্ছে না। নতুন কিছু কাপড় ছিল সোনার গয়না ছিল সেগুলোও গায়েব। বিষয়টি আমি কুড়িগ্রাম পুলিশ সুপারকে জানিয়েছি।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

উপরে