কাহালুতে পূর্ব শুক্রতার জের ধরে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নিধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার রাতে পূর্ব শুক্রতার জের ধরে কাহালুতে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দূবৃর্ত্তরা। কাহালুর বীরকেদার বাঘোপাড়া মেসার্স রাখি মুনি মৎস্য খামার এন্ড হ্যাচারীর প্রোপ্রাইটর মৎস্য চাষী আমিনুল ইসলাম জানান, বীরকেদার ইউনিয়নের সোনা পুকুর, মাদ্রাসা পুকুর ও হাজি পুকুরে আমি মাছ করে আসছিলাম। আমার ৩টি পুকরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।