শেরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বগুড়ার শেরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (০৯জুলাই) বিকেলে স্থানীয় ছোনকা বাজার এলাকায় খোলা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশ নেয়া ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি এসএস আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান সরকার মৃদুল। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ঘোড়দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। প্রতিবছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্যকিছুতে পাওয়া যাবে না। তাই গ্রামবাংলার এই সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ভবানীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান আলী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা শাজাহান আলী ফকির, সোহেল রানা, আব্দুস সালাম, মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ছাত্রলীগ নেতা মৃদুল বিজয়ী দলকে প্রথম পুরস্কার একটি খাঁসি ও রানার্সআপ দলকে একটি টেলিভিশন এবং প্রতিযোগিতায় অংশ নেয়া অন্যান্যদের মাঝেও শান্তনা পুরস্কার তুলে দেন। প্রতিবারের মধ্যে বৃহত্তর ছোনকা এলাকাবাসী এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক ঘোড়-সওয়ারি ঘোড়া নিয়ে অংশ নেয়।