প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ২২:২৩

শিবগঞ্জ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) অধ্যক্ষ তাজুল ইসলাম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) অধ্যক্ষ তাজুল ইসলাম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ শিবগঞ্জ রায়নগর ডি.এস আলীম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব তাজুল ইসলাম২০১৯ সালে উপজেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ উপলে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) এর বিশেষ সন্মানে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ উপজেলা সভা কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, অধ্য শফিকুল ইসলাম রতন, উপাধ্য আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল মান্নান, হাবিবুল আলম, সহকারী প্রধান শিক্ষক পবন কুমার। অধ্যক্ষ তাজুল ইসলাম বগুড়ার রামশহর গ্রামের তমিজ উদ্দিনের সন্তান। ছয় ভাই বোনের মধ্যে তিন ৫ নম্বর। তিনি ১৯৮৭ সালে সরকারি মোস্তাফিয়া মাদ্রাসা থেকে  কামিল পাস করেন। ২০০৪ সালে এম.এ ফাস্ট কাস ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সালে রায়নগর ডিএস ফাযিল মাদ্রাসায় সহকারী সুপার হিসাবে যোগদান করার পরবর্তীতে ২০০৯ সালে অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি অধ্যক্ষ হিসাবে যোগদান করার পর থেকে দাখিল ও আলিম শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করে আসতেছে। জানতে চাইলে অধ্যক্ষ আলহাজ্ব তাজুল ইসলাম বলেন আমি শিক্ষার সেবক মাত্র। আমি অধ্যক্ষর দায়িত্ব ভার গ্রহনের পর থেকে চেষ্ঠা করেছি প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমার সহকর্মী ও শিক্ষকদের অকান্ত পরিশ্রমের ফলে আমি এই সম্মাননা পেয়েছি, প্রতিষ্ঠান থেকে সফল ভাবে পরিচলনার জন্য সকলের সার্বিক সহযোগিতা চাই।

উপরে