প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯ ১৩:০০

পাঁচবিবিতে ৫৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি
পাঁচবিবিতে ৫৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়ার কাফাক উদ্দীন উদ্দিনের ছেলে সুজন, কাসামুদ্দিনের ছেলে মোস্তাক হোসেন ও বিরামপুরের চকবসন্তপুর মোন্নার গ্রামের মজিদের ছেলে মেজবাউল।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির পাঁচমাথা এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৫৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপরে