বগুড়ায় নিজ নিজ যোগ্যতায় ২৩৯ জন পুলিশে নিয়োগ
১০ জুলাই বুধবার রাত ১১টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে প্রার্থীদের উপস্থিতিতে চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত ২৩৯ জনের নাম ঘোষণা করা হয়। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ বিপিএম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, যাদের চাকরি হয়েছে কিম্বা যাদের চাকরি হয়নি তাদের কারো কাছ থেকে যদি কেউ কৌশলে অথবা প্রতারণা করে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে থাকে তাহলে অভিযোগ করলে সেই টাকা ফেরত নিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
পরে নিয়োগ প্রাপ্তদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি আরও বলেন, ২৩৯ পদের বিপরীতে এবারই সর্বোচ্চসংখ্যক প্রার্থী (৬৩২১ জন) প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয়। সেখানে বাছাই করে ১৬৬৫ জনের লিখিত পরীক্ষায় পাশ করেন ৬২৭ জন। ৬২৭ জনের মধ্যে ২৩৯ জন চূড়ান্ত নিয়োগ পান। নারী-পুরুষ সাধারণ মেধা কোটা ছাড়াও মুক্তিযোদ্ধা, পোষ্য ও এতিম কোটায় নিয়োগপ্রাপ্ত প্রত্যেকেই চাকরি পেয়েছেন নিজ নিজ যোগ্যতায়। জুলাই মাসে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া বুধবার রাতে চূড়ান্ত ফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়।