প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯ ২০:৩৫

জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘জনসংখ্যা ও উন্নয়নে আর্ন্তজাতিক সম্মেলনের ২৫বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সনদপত্র বিতরন সহ নানা আয়োজনে জয়পুরহাটে বিশ্বজনসংখ্যা দিবস পালিতস হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার  জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যোগে সকালে জয়পুরহাট টাউন হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা: জোবায়ের গালিবের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সাজ্জাদ হোসেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপিরচালক ডা.জোবায়ের গালিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা বেগম, মা ও শিশু কল্যান কেন্দ্রের ডা: শাহানা সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী  মোছা: মৌসুমী আক্তারকে  এবং শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা  হাজেরা বেগম,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, পুরানাপৈল চেয়ারম্যান  খোরসেদ আলম,সৈকত ,শ্রেষ্ঠ উপজেলা পরিষদ সদও ,উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় ,শ্রেষ্ঠ মা ও শিশু কল্যান কেন্দ্র জয়পুরহাট , ডা: শাহানা সওদাগর,শেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা  সুর্যেও হাসি কিনিক ,পাচবিবি, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক মো: আ: আলিম,পুরানাপৈল ইউনিয়ন,শ্রেষ্ঠ এস, এ, সি, এম ও মো: আ: হাকিম মোহাম্মদাবাদ ইউপি কে ক্রেষ্ট ও সার্টিফিকেট দিয়ে সন্মাননা প্রদান করা হয়।

উপরে