শেরপুরে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব
বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার দুপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। পৌরশহরের গোসাইপাড়াস্থ শ্রী শ্রী দুর্গামাতা ও গু-িচা মন্দির থেকে বের হওয়া এই রথ শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরষ এবং ভক্তরা অংশ নেন। উল্টো রথযাত্রা উৎসবে রশি টেনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, উদয় শংকর সাহা, প্রকাশ সরকার, ডা. অরুনাংশু মন্ডল, বীরেন দাস সুজন, বিদ্যুৎ কুন্ডু কালা, নিতাই কুন্ডু, পার্থ সারর্থী সাহাসহ গু-িচা ও জগন্নাথ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এই বিশাল উল্টো রথ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও ইসকন ও দত্তপাড়া থেকেও অনুরুপ আরও দুইটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এদিকে এ উপলক্ষে সকাল থেকেই শহরের জগন্নাথ পাড়াস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, ভোগদান ও বিশ^ শান্তি কল্পে প্রার্থনা চলে। এছাড়া এই উৎসবকে ঘিরে শহরের ডিজে হাইস্কুল মাঠে মেলা বসে। মেলায় ধর্মীয় গ্রন্থসহ খেলনা ও রকমারি খাবারের দোকান বসে। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় পুলিশ প্রশাসন এবং মন্দির ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি