বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ গতকাল শুক্রবার দিনব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন সভাপতি মিঃ দিলীপ মারান্ডি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা গড়ে উঠুক আলোকিত মানুষ হিসাবে। শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা থাকবে হবে। পড়া-শোনার পাশাপাশি শিক্ষার্থীদের শিষ্টাচার ও ভাল ফলাফলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মেলবন্ধনের মধ্য দিয়ে ঐকান্তিক প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব।
শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ কার্য-নির্বাহী পরিষদের সহ-সভাপতি ডাঃ রিটা মন্ডল, মিঃ জর্জেট বুলবুল ব্যাপারী, সদস্য মিঃ সূর্য হেমব্রম, শিক্ষা প্রতিষ্ঠান উপদেষ্টা অবসরপ্রাপ্ত বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, মনিটরিং এন্ড ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার সহ প্রমূখ। গতকাল সকাল হতে প্রভাতী শাখা এবং বিকাল হতে দিবা শাখা অভিভাবক সমাবেশ শুরু হয়।
অভিভাবক সমাবেশে অভিভাবকগণ শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য ও সুপারিশ সমূহ প্রনয়ন করেন। এরই প্রেক্ষিতে তাদের সুপারিশ সমূহের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে আরো যত্নবান হওয়ার ঘোষণা দেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। সমাবেশে অভিভাবকদের সম্মানে র্যাফেল ড্র, পুরস্কার বিতরন ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় র্যফেল ড্রতে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি