কাহালুর পাইকড়ে পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করায় ৫টি পরিবারের চরম দূর্ভোগ
বগুড়ার কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের চক ভূগোইল গ্রামে জোরপূর্বক বাড়ির পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করায় ৫টি পরিবারের চরম দূর্ভোগ।
শুক্রবার সরেজমিনে গিলে স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে উক্ত ড্রেন দিয়ে ঐ ৫টি পরিবার সহ প্রতিবেশী অন্যান্যদের বৃষ্টি ও টিবওয়েলের পানি নিস্কাশন হয়ে আসছিল। হঠাৎ করে একই গ্রামের মৃতঃ দিরাজ সাখিদারের পুত্র মাহমুদ আলী সাখিদার জোরপূর্বক বাড়ির পানি নিস্কাশনের ড্রেন মাটি দিয়ে বন্ধ করে দেয়।
ফলে কয়েক দিনের ভারী বৃষ্টির পানি ও বাড়ির টিবওয়েলের পানি জমা হওয়ায় প্রতিবেশী রজিবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, সহিদুল ইসলাম ও বাবলু পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন।
মাহমুদ আলী সাখিদার এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। পাইকড় ইউ পি সদস্য হাফিজার রহমান (বোস্তামী) জানান, আমি মাহমুদ আলীকে পানি নিস্কাশনের বন্ধ ড্রেন ভুলে দেওয়ার জন্য বারবার বললেও তিনি শুনছেন না।

কাহালু (বগুড়া) প্রতিনিধি