কাহালুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়ার কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/১৯ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি শিক্ষা অফিসার ছাঈদা রহমান, শাহ্ মোঃ আবু রায়হান, শামীম ইকবাল, আবু তাহের, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায় শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলায় আঘোর মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে বড়মহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি