সাপাহারে জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি বিলুপ্ত আহ্বায়ক কমিটি ঘোষনা
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সাপাহার উপজেলা শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।জানাগেছে, ১২ জুলাই জেলা আহবায়ক কমিটির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে তছলিম উদ্দীন (মেম্বার) আহ্বায়ক , শাহ্ আলম যুগ্ম-আহ্বায়ক,মোকলেছুর রহমান মুকুল যুগ্ম-আহ্বায়ক সহ ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ও যুগ্ন-আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দীন আহম্মেদ,এ্যাডভোকেট এ.জেড.এম.রফিকুল আলম রফিক। সাপাহার উপজেলা আহ্বায়ক কমিটিকে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি