বিরামপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪
বিরামপুর উপজেলায় বেড়া দিয়ে জমি ঘেরা নিয়ে বিরোধের জের ধরে শনিবাব (১৩ জুলাই) প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুত্বর আহত ২ জনকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা জানান, বিরামপুর উপজেলার রাধাপুর গ্রামে মৃতঃ হেজাতুল্লাহ’র ছেলেগণ দীর্ঘদিন ধরে একটি জমি দখল ভোগ করে আসছিলেন। সম্প্রতি ঐ জমি বেড়া দিয়ে ঘিরে চাষাবাদ করছিলেন। শনিবার (১৩ জুলাই) সকালে শরীক প্রতিবেশীরা ঐ ঘেরা বেড়া ভাংতে গেলে হেজাতুল্লাহ’র ছেলেগণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা লাঠিসোটা, লোহার রড, দা-কুড়াল নিয়ে হেজাতুল্লাহ’র ছেলেগণের উপর হামলা চালায়। হামলায় হেজাতুল্লাহ’র ছেলে আবুল হোসেন, বাচ্চু মিয়া, বাবুল হোসেন ও বাদশা মিয়া আহত হয়েছেন। তাদেরকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত আবুল হোসেন ও বাচ্চু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পরিচজনরা জানান, তারা থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি