প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯ ২০:৪২

আমলারা দুর্নীতি ঢাকতেই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে সামনে রেখে ব্যবসা শুরু করেছে: গনফোরামের নির্বাহী সভাপতি

জয়পুরহাট প্রতিনিধি
আমলারা দুর্নীতি ঢাকতেই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে সামনে রেখে ব্যবসা শুরু করেছে: গনফোরামের নির্বাহী সভাপতি

গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আবু সাঈদ বলেছেন, বর্তমান আমলারা নিজেদের অনিয়ম, দুর্নীতি ঢাকতেই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে সামনে রেখে ব্যবসা শুরু করেছে। তারা প্রজাতন্ত্রের কর্মচারী না হয়ে দলীয় কর্মচারী হিসেবে কাজ করছে। তিনি আরো বলেন মধ্য রাতের একাদশ নির্বাচন মানিনা।  এ সংসদ অবৈধ. তিনি পুন; নির্বাচনের দাবী করেন, কিন্তু শেখ হাসিনার অধিনে আর কোন নির্বচন নয়। বর্তমান সরকার ঋণ খেলাপীদের পক্ষে, তারা শিক্ষার নামে বরাদ্দ নিয়ে রুপপুরে দিয়ে লুটপাট করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে জয়পুরহাট প্রেসকাবে জেলা গণফোরাম আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সার্ক ল এসোসিয়শনের মহাসচিব এ্যাড. মোহসিন রাশেদ, প্রেসিয়িাম সদস্য মেজর জেনারেল অব: আফছা আমিন, জয়পুরহাট জেলা গণ ফোরামের সভাপতি শ্যামল সাহা সহ স্থানীয় গণ ফোরাম নেতারা।গনফোরাম নেতারা অভিযোগ করেন, জয়পুরহাট সার্কিট হাউজে তাদের থাকতে দেওয়া হয়নি এবং জয়পুরহাটের মুক্ত মঞ্চে গণ জমায়েত করতে দেয়া হয়নি সেই সাথে তাদের প্রচার মাইক কেড়ে নেওয়া হয়েছে ।

উপরে