প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯ ২০:৪৯

পঞ্চগড়ে তালমা নদীর রাবার ড্যামের ব্যাগে পানি ঢুকে ফুলে গিয়ে ১২ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে তালমা নদীর রাবার ড্যামের ব্যাগে পানি ঢুকে ফুলে গিয়ে ১২ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে

পঞ্চগড়ের তালমা নদীতে নির্মিত রাবার ড্যামের ব্যাগে পানি ঢুকে ফুলে গেছে ১২ ফুট। এতে করে রাবার ড্যামে পানি আটকে উজানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ড্যামের উত্তর পার্শ্বের হিমালয় বিনোদন পার্কে কোমর সমান পানি জমে গিয়ে পার্কটি দর্শনার্থী শুন্য হয়ে পড়েছে। সহসা পানি না সরলে দীর্ঘমেয়াদী ক্ষতির আশংকা করেছেন পার্ক কর্তৃপক্ষ। নদী পাড়ে তেমন একটা বসতবাড়ী না থাকলেও নদীর দু’পাশে গড়ে ওঠা চা বাগানে পানি উঠেছে। সহসা পানি সরে না গেলে এসকল চা বাগানে বড় ধরণের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

তালমা রাবার ড্যাম এলাকার বামনপাড়া গ্রামের বাসিন্দা জুয়েল বলেন, শুক্রবার দুপুর থেকেই ধীরে ধীরে রাবার ড্যামের ব্যাগে পানি ঢুকে সেটি ফুলতে থাকে। বিকেলের মধ্যে ড্যামটি প্রায় ১২ ফুট উঁচু হয়ে যায়। এতে করে ড্যামের উজানে পানি জমা হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। ডুবতে থাকে আবাদী জমি, চা বাগান ও হিমালয় বিনোদন পার্ক। রাতের মধ্যে হিমালয় পার্কে কোমর সমান পানি জমে যায়।হিমালয় বিনোদন পার্কের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বিনজু বলেন, রাবার ড্যামের ব্যাগে পানি ঢুকে ফুলে যাওয়ায় শুক্রবার জুমআর নামাজের পর থেকেই পার্কে পানি উঠতে থাকে। কয়েক ঘন্টার মাথায় পার্কের কোথাও কোথাও কোমর পরিমান পানি জমে যায়। পশ্চিম দিক থেকে নদীর পানির স্রোত এসে পার্কের ভেতর দিয়ে বয়ে যায় রাবার ড্যামের কাছে। তিনি জানান, দ্রুত পানি সরে না গেলে পার্কের অধিকাংশ গাছপালা মরে যাবে। রাইডগুলো ক্ষতিগ্রস্থ হবে। এতে করে আমাদের বড় ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হবে।

পঞ্চগড় এলজিইডি নির্বাহী প্রকৌশলী জাহেদুর রহমান মন্ডল বলেন, প্রায় তিন মিটার ফুটো হয়ে যাওয়ার কারণে রাবার ড্যামটি বর্তমানে অচল হয়ে আছে। আমরা চেষ্টা করছি আগামী মৌসূমের আগেই এটি সচল করতে। কিন্তু কয়েকদিনের অতিবৃষ্টি আর উজানের ঢলে হঠাৎ করেই রাবার ড্যামের ব্যাগে পানি ঢুকে ফুলে গেছে। বিষয়টি আমি স্থানীয় প্রশাসনসহ প্রধান কার্যালয়ে অবহিত করেছি। পানি কমে না গেলে আসলে আমাদের এই মূহুর্তে করনীয় কিছুই নেই। পানি কমে গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উপরে