প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯ ২১:০২

পাঁচবিবিতে গুচ্ছগ্রাম নির্মাণের সামগ্রী তৈরী

জয়পুরহাট প্রতিনিধি
পাঁচবিবিতে গুচ্ছগ্রাম নির্মাণের সামগ্রী তৈরী

‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এমন সাহসী উদ্দোগের নিমিত্তে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুরে আধুনিক মানের গুচ্ছগ্রাম করার লক্ষে ঘর নির্মাণের সামগ্রী তৈরী করা হচ্ছে।প্রধানমন্ত্রীর দপ্তরের গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি সাড়ে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৩টি নামে গুচ্ছগ্রাম নির্মাণ হলে এতে ৮০টি পরিবারের থাকার সু-ব্যবস্থা হবে। জীবনপুর সম্প্রসারণে ১০টি, স্বপ্নচুড়ায় ৩০টি ও পূর্নভবা নামের ৩টি গুচ্ছগ্রামে ৪০টি পরিবার বসবাস করতে পারবে।

এছাড়া তাদের জন্য টয়েলেট, খাবারের পানির ব্যবস্থাসহ একটি বিশাল আকারের মাল্টির্পাস হলরুম নির্মাণ করে দেওয়া হবে গুচ্ছগ্রামে বসবাসকারিরা সেখানে তাদের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানসহ ছেলেমেয়েদের বিবাহ অনুষ্ঠানেও ব্যবহার করতে পারে। এছাড়াও পরবর্তীতে গুচ্ছগ্রামে বসবাসকারিদের জন্য বৈদ্যতিক ও সৌর বিদ্যুৎসহ যাতয়াতের পাকা রাস্তার ব্যবস্থা করা হবে।উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম বলেন, গুচ্ছগ্রাম নির্মাণের উপকরণ গুলো তৈরী হলেই পর্যায়ক্রমে ৮০টি ঘর ও ১টি মাল্টির্পাস হলরুম করে দেওয়া হবে।

উপরে