প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯ ২১:১৪

গোবিন্দগঞ্জে কোচাশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জে কোচাশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন খাতের আয়ের  প্রায় ৩২ লাখ টাকার হিসাবে গড়মিলের মাধ্যমে সিংহ ভাগ টাকা আত্মসাত করার উদ্দেশ্যে কমিটির সদস্যদের স্বাক্ষর প্রতারনা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চঞ্চল মিয়া বাদী হয়ে জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি ফাঁস হওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, কোচারশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গত ৭/১২/২০১৩ তারিখে অত্র  বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই অদ্যাবধি পর্যন্ত আয়কৃত টাকা প্রতিষ্ঠানের জেনারেল ফান্ডে জমা না রাখিয়া নিজের পকেটস্থ করে। এ বিষয়ে কথা জানাজানি হলে প্রধান শিক্ষক গত ৬/৫/২০১৯ ইং তারিখে পরিচালনা কমিটির সভা আহবান করেন। উক্ত সভার নোটিশে ১। পুর্ববর্তী সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, ২। নব গঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান, ৩। বিরিধ উল্লেখ ছিল।এ ছাড়া বিদ্যালয়ের নোটিশে আর কোন আলোচ্য সূচি ছিল না। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের বলেন একটু কাজ আছে, আপনারা তাড়াতাড়ি সহি স্বাক্ষর করেন, রেজুলেশন পরে লেখা হবে।এতে সদস্যগন সরল বিশ্বাসে স্বাক্ষর করেন। পরবর্তীতে সুকৌশলে বিবিধ আলোচ্য সূচি কেটে দিয়ে ৩য় দফায় আয়-ব্যয়ের হিসাব, ৪র্থ দফায় তিন জন শিক্ষকের বি এড স্কেল প্রদান, ৫ম দফায় বিবিধ লেখা হয়েছে। প্রধান শিক্ষক রেজুলেশন বহিতে বিগত ১/১০/২০১৬ হতে ৩১/৩/ ২০১৯ পর্যন্ত মোট ৩১,৯৭,৩১৯/- (একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার তিন শত উনিশ) টাকা আয় ও ৩১,২৮,৩৫৩/- (একত্রিশ লক্ষ আটাশ হাজার তিন শত তেপ্পান) টাকা ব্যায় উল্লেখ করিয়া রেজুলেশন করে তা অনুমোদন করেন। কিন্ত রেজুলেশন বহিতে উল্লেখিত ৩য়, ৪র্থ দফা নোটিশ বহিতে ছিল না এবং এ বিষয়ে কোন আলোচনাই হয় নি। কোন ভাঊচার যাচাই বাছইি হয় নি। প্রধান শিক্ষক উক্ত টাকা গুলি আত্মসাৎের উদ্দেশ্যেই সুকৌশলে সাদা রেজুলেশন বহিতে সদস্যদের স্বাক্ষর নিয়েছিলেন।

প্রধান শিক্ষক রফিকুল ইসলামের প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় কাম্য যোগ্যতা না থাকা সত্বেও অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে এবং তার বি এড সনদ জাল বলে জানা গেছে। এ ছাড়াও  প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমি নিজে ভোগ করছেন যা তদন্ত করলে বের হবে।অভিভাবক ও এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনার স্বার্থে তদন্ত করে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপরে