মেহেরপুরের গাংনীতে অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
মেহেরপুরের গাংনীতে হতদরিদ্র ও দুস্থ আওয়ামী লীগ কর্মিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এ সহায়তার চেক স্ব-স্ব- ব্যক্তিদের হাতে তুলে দেন। উপজেলার ৪২ টি পরিবারের মাঝে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় সংসদ সদস্য পত্নি লাইলা আঞ্জুমান বানুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।চেক বিতরণ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সংসদ সদস্য। এসময় তিনি মেহেরপুর ও গাংনীর স্কুল,কলেজ,কৃষি,রাস্তাঘাটসহ নানান উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

মেহেরপুর প্রতিনিধি