পাঁচবিবি থানা পুলিশের মতবিনিময় সভা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুধীজন ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় থানা পুলিশের আয়োজনে। থানা চত্বরে রবিবার বিকাল ৫ টায় থানার পরিদর্শক মনসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সালাম কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, নির্বাহী অফিসার রাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার উজ্জল কুমার, এডিশনাল এসপি আঃ সালাম, থানার পরিদর্শক (তদন্ত) ওমর আলী, সেকেন্ড অফিসার ফারুক হোসেন, উপজেলা আঃলীগের (ভারঃ) সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মহির উদ্দিন মন্ডল, সদস্য সচিব দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি