নন্দীগ্রামে ধর্ষণ মামলায় স্কুল ছাত্র গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী স্কুল ছাত্র রাসেল মাহমুদকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শনিবার রাতে উপজেলার কুন্দারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৫ জুলাই রাসেল মাহমুদের বাড়িতে কেউ না থাকার সুযোগে ৩য় শ্রেণীর ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাশেল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিশুকে মুমূষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে শনিবার রাতে আসামীকে গ্রেফতার করা হয়।