সরকারকে ধন্যবাদ দিলেন জয়পুরহাটের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীরা
চলতি বছরের ১৯ মার্চ ২৩টি ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠি নাম সরকার কর্তৃক নতুন ভাবে স্বীকৃতি প্রদানের কারনে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জয়পুরহাটের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।রবিবার বিকেলে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় বেসরকারী সংস্থা পামডো।
অনুষ্ঠানে পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অ্যাড. সামছুল আলম দুদু।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খান, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সাদেকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় ও ঢাকা অফিসার্স কাবের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন।শেষে বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্টির শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।

জয়পুরহাট প্রতিনিধি