গাজীপুরে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩
গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমতিয়াজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর, সড়ক দুঘর্টনা
২৯ মে, ২০১৯
২৭ আগস্ট, ২০১৯

অনলাইন ডেস্ক