প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ১২:৩৭

গাজীপুরে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩

অনলাইন ডেস্ক
গাজীপুরে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩

গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমতিয়াজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

উপরে