বগুড়ার নারী ও শিশু হেল্প ডেস্ক পরিদর্শন করলেন ইউএনএফপি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ
বগুড়া সদর থানায় সম্প্রতি নিজস্ব ভবনে উদ্বোধন হওয়া নারী ও শিশু হেল্প ডেস্ক পরিদর্শন করেছেন ইউএনএফপি’র বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. অশা টরকেলসন এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
রবিবার সকাল ৯ টায় প্রায় ৮ সদস্যের ঐ প্রতিনিধিদল থানায় আসলে তাদের জেলা পুলিশের পক্ষে স্বাগত জানান জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।
সারাদেশে বগুড়া জেলাতে প্রথম চালু হওয়া এই নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে সকল থানার মাঝে বগুড়া সদর থানা বিগত সময়ে সর্বোচ্চ দ্রুততম সময়ে সেবা প্রদান করে ইতিমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। কয়েক বছর আগে থেকেই অস্থায়ী জায়গায় চালু হওয়া এই হেল্প ডেস্ক বগুড়া সদর থানায় নতুন ভবনে আলাদাভাবে উদ্বোধনের পর এই প্রথম ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. অশা টরকেলসন পরিদর্শন করে অত্যন্ত সন্তষ্টি প্রকাশ করেছেন। সেই সাথে সেবাগ্রহীতা প্রায় ৬ জনের সাথে কথা বলে কার্যক্রমের ধরণ, প্রক্রিয়া এবং দ্রুততম সময়ে নারী ও শিশুদের পাশে থাকার জন্য জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেই সাথে বর্তমানের এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি জেলা পুলিশের সদস্যদের প্রতি শুভ কামনা জানায়। উল্লেখ্য, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে নারী ও শিশুদের যেকোন সমস্যায় দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে পুরো জেলাতে এই হেল্প ডেস্কের মাধ্যমে এপর্যন্ত প্রায় ৮ হাজার ৮’শ ৬৩ জন নারী ও শিশুকে সেবা প্রদান করা হয়েছে। যার মধ্যে সাধারণ ডায়েরী হয়েছে ৩০১ জনের, এজাহার হয়েছে ৩৪০ জনের, কাউন্সেলিং করে মামলার আগেই সমাধান করা হয়েছে ২ হাজার ১’শ ৬৬ টি ঘটনা, অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে ২ হাজার ৩’শ ৭৪ জনের, পুনর্বাসন করা হয়েছে ৯ জন নারীকে এবং বিভিন্ন সমস্যায় সাধারণ সেবা প্রদান করা হয়েছে প্রায় ৩ হাজার ৬’শ ৮২ জনকে যা পুলিশের পক্ষে সেবা প্রদানের অন্যতম ভাল একটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন প্রতিনিধিদলের সদস্যরা।
পরিদর্শন অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষে এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, সহকারী পুলিশ সুপার যথাক্রমে হেলেনা আক্তার ও সাবিনা ইয়াসমিন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, নারী ও শিশু হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত এসআই জেবুন্নেসা মায়া প্রমুখ।

অনলাইন ডেস্ক