পাঁচবিবিতে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা
জয়পুরহাটের পাঁচবিবিতে সুধীজন ও কমিউিনিটি পুলিশিং সদস্যদের সহিত মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা গতকাল বিকেল ৫ টায় থানা চত্তরে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার্স ইনচার্জ মনসুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ সালাম কবির।
বিশেষ অতিথি সদর পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, কমিউিনিটি পুলিশিং কমিটির আহবায়ক মহির উদ্দিন মন্ডল, প্যানেল মেয়র নুর হোসেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ধরঞ্জী ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে অপরাধীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য অভিযোগ বক্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি