আদালতে বিচারকের সামনে আসামির হাতে আসামি খুন
কুমিল্লায় হত্যা মামলার শুনানি চলার সময় বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসামি নিহত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক হাসানকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আদালতের এজলাসে মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। এক পর্যায়ে মামলার আসামি হাসান অন্য আসামি ফারুককে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশি পাহারার মধ্যেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক