বগুড়ায় এটিএন বাংলার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গৌরবের ২৩ বছরে পদাপর্ন উপলক্ষে বগুড়ার মম ইন হোটেলে বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠিত হলো এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। আজ সোমবার বেলা ১১ টায় শুরু হয় নানা আয়োজনে মধ্য দিয়ে আলোচনা সভা।
এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ ২৩ বছরে পদার্পন অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয় এটিএন বাংলা বগুড়া অফিসের আয়োজনে। টিএমএসএস, পুন্ড্র ইউনিভার্সিটি, মম ইন, টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতলের সহযোগিতায় বর্ণিল অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য হাবিবর রহমান। প্রধান অতিথির বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে শুরু করা হয় এই অনুষ্ঠানমালা। পরে এক আলোচনা সভায় বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য হাবিবর রহমান বলেন উন্নয়নের বড় সংবাদ গুলো তুলে ধরছে। বিভিন্ন মিডিয়া এর সাথে জড়িয়ে আছে বলেই এটিএন বাংলা আজ গোটা বিশ্বের কাছে পরিচিত নাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া পুলিশ লাইস ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার সাফিজুল ইসলাম, টিএসএসএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচালক ডা: মতিউর রহমান, গাকের নিবাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, বগুড়া ট্রাক মালিক সমিতি সভাপতি আব্দুল মান্নান আকন্দ, টিএমএসএস এর নির্বাহী উপদেষ্টা উন্ন্য়ন ও পরিকল্পনা (স্বাস্থ্য) ডা: এমএইচ আলমগীর পাভেল , বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। পরে এটিএন বাংলাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোছা আয়েশা বেগম সহ আরো অনেকে।

অনলাইন ডেস্ক